Marknadens största urval
Snabb leverans

Böcker av Arati Choudhury

Filter
Filter
Sortera efterSortera Populära
  • av Arati Choudhury
    246,-

    "" এক মুঠো কবিতামঞ্জরী "" একমুঠো কবিতা মঞ্জরী- নামক আমার কবিতার বইখানিতে পয়ষট্টি টা কবিতা রয়েছে যেগুলো কবিতার জগতে আমার ইচ্ছে- ভ্রমণের সুখ দুঃখের অনুভূতির প্রকাশ। যখন যেভাবে রঙ-রূপ- গন্ধের খুশিতে আপ্লুত হয়েছি অথবা পুঞ্জীভূত বিষাদ বারির ঝর্ণাধারা যেদিকে বিগলিত হয়ে বয়ে গেছে সেদিকেই আমার লেখনী ধারাও বয়ে গেছে। এর মধ্যে কতিপয় কবিতার সমাজের মানবিক অবক্ষয় যা আমার অন্তরের অন্তঃস্থলে বার বার আঘাত করেছে। অন্য দিকে প্রকৃতির মোহে মোহাচ্ছন্ন হয়ে আমি বার বার নিজেকে হারিয়ে ফেলেছি আমার কবিতার আকাশে। জীবন পথে চলতে চলতে কুড়িয়ে পাওয়া মিশ্রিত অনুভূতিগুলোর 'এক মুঠো কবিতামঞ্জরী' রূপেই বিলিয়ে দিতে চাই আমার শ্রদ্ধেয় ও ভালবাসার পাঠক পাঠিকাদের কাছে। বইখানা পড়ার জন্য সকলের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ .... আরতি চৌধুরী

  • - The flow of feelings
    av Arati Choudhury
    246,-

    অনুভূতির প্রবাহ আমরা সবাই জানি যে মনের ভাব অন্যকে বলে কিংবা লিখে বুঝানোর ক্ষমতা একমাত্র মানব জাতিরই আছে। যে যেভাবেই হোক প্রতিদিন আমরা তো এই বিশেষ কাজটিই অনবরত করে যাচ্ছি। আমি যখন চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলাম তখন থেকেই কবিতার প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হই। কবিতা ভরা গাঙ্গে বাণ ডাকার মতো আমাকে উৎসাহ উদ্দীপনা জোগায়। বলতে গেলে চতুর্থ শ্রেণীতেই আমার কবিতাতে হাতে খড়ি আমার কবিতায় তাই আছে যেমন সুখের কবিতা,তেমনই দুঃখেরও। প্রকৃতির মতোই কবিতার মাধ্যমে ব্যাক্তিগত ও সমষ্টিগত জীবনের ভাঙা গড়ার ছবি আঁকতে চেয়েছি। আমি আমার আনন্দ সুধী সহৃদয় পাঠক - পাঠিকাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। পাঠক পাঠিকাদের প্রতি রইলো আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা। ধন্যবাদ ও শুভেচ্ছান্তে আরতি চৌধুরী

Gör som tusentals andra bokälskare

Prenumerera på vårt nyhetsbrev för att få fantastiska erbjudanden och inspiration för din nästa läsning.