Om হাতে খড়ি
"" হাতে খড়ি "" সেই আদি কাব্যিক কাল অর্থাৎ বাল্মিকী মুনির আমল থেকেই নারী-পুরুষ (লেখক/ কবি গন ) নির্বিশেষে সকলে কিছু না কিছু প্রাকৃতিক সৌন্দর্য অথবা বাস্তবে ঘটে যাওয়া কিছু মুহূর্ত থেকে অথবা কখনো প্রেমে পড়ে কারো চোখ কারো ঠোঁট কারো চরিত্র গঠন দেখে প্রথম সৃজন মানে কলমের আঁচড়ে সাদা পাতায় অথবা মনের জমিতে লেখার বীজ অঙ্কুরিত হয়েছে ... উদাহরণ স্বরূপ আদি কবি বাল্মিকী মুনির প্রথম শ্লোক "" মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ। যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্।"" তেমনি ভাবে "" হাতে খড়ি "" নামক যৌথ সংকলনটিতে ৩০ জন কবি/ লেখকের প্রথম লেখা কবিতা/গল্প কিংবা প্রবন্ধ স্থান পেয়েছে - এবং গ্রন্থটিতে লেখা গুলি সময়ের ক্রমন্বয়ে সাজানো হয়েছে ! তাই এই যৌথ সংকলনের মাধুর্য এবং ঐতিহ্য একদম আলাদা তা বলার বাহুল্য রাখে না ! এখন পাঠক-পাঠিকা মহলে গ্রহণযোগ্য হলে আমার পরিশ্রম সার্থক হবে !
Visa mer