Om নিশাচরের আর্তনাদ
"" নিশাচরের আর্তনাদ "" রহস্য গল্প অর্থাৎ গোয়েন্দা কাহিনী, কিশোর কিশোরী থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেরই খুব প্রিয়। শার্লক হোমস এবং এরকুল পোয়ারো'র নাম শোনেন নি বা তাঁদের গল্প পড়েন নি এমন পাঠক বিরল। ছোটবেলা থেকে ব্যোমকেশ, ফেলুদার গল্প পড়ে বাঙালি কিশোর কিশোরীরা বড় হয়। চরিত্র দুটির সাথে একাত্মতা বোধ কাজ করে তাদের কল্পনার চারণ ভূমিতে। একাধারে ওঁদের দুঃসাহসিক কার্যকলাপে তারা রোমাঞ্চিত হয়, আবার তীক্ষ্ণ ক্ষুরধার বুদ্ধিমত্তা দেখে তারা চমৎকৃত হয়। বলাবাহুল্য, কৈশোরে আমিও তার ব্যতিক্রম ছিলাম না। ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু, ঘনাদা এবং শবর পেলে নাওয়া খাওয়া ছেড়ে আগে শেষ করে ফেলতাম। তখন থেকেই ইচ্ছা ছিল সিরিয়াসলি লেখালেখি করলে রহস্য গল্প অবশ্যই লিখব। ছোটবেলা থেকেই লেখালেখিটা নেশা। যেটুকু করেছি তা ভালবাসার টানে। তারপর কর্মজীবন ও সাংসারিক জীবনের চাপ ও দায়িত্বে সময় হয়ে ওঠে নি। অবসর গ্রহণের পর শুরু করলাম পুরোদমে লেখার কাজ। প্রথম রহস্য গল্প ""চিঠি রহস্য"" পাঠক/পাঠিকাদের কাছে বিপুল সাড়া পায়। সেই উৎসাহে উৎসাহিত হয়ে লিখতে থাকি একের পর এক রহস্য গল্প। নিবিষ্ট পাঠক পাঠিকাদের ভাললাগা আমাকে প্রাণবায়ু সরবরাহ করে চলেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল প্রিয় পাঠক পাঠিকাদের যাদের ফিডব্যাক আমাকে এই প্রয়াস গ্রহণে প্রাণিত করেছে। আশা করি সব কটি গল্প পাঠ করে তাঁরা আনন্দ পাবেন। ধন্যবাদ ... প্রদীপ চন্দ
Visa mer