Om সব লিখে রাখা হবে
"" সব লিখে রাখা হবে "" কিছু কথা... শিক্ষা চেতনা ও জীবনবোধ থেকে জাত কিছু কিছু বিশ্বাস মানুষকে এতটাই দৃঢ় এবং সংহত করে তোলে, যা আঁকড়ে সমাজব্যাবস্থার মসৃন প্রথা প্রথের বাইরে ঝোড়ো আকাশের নিচে দাঁড়ানোর সাহস মানুষকে সামাজিক আক্রমনের শিকার করে তোলে। সংস্কারের বিরুদ্ধে সাঁতরানোর বহুদিনের বিশ্বাস, প্রত্যয় দৃঢ়প্রোথিত হতে শুরু হলে রূপ নেয় বহুকালের সুপ্ত স্বপ্ন। বাঁচার জন্যে ক্লেশ-কষ্ট-সংকট আর মৃত্যু সম্ভাবনা অবধি যখন নিজের, তখন উত্থান কিংবা পতন তা নির্ধারনের স্বাধীনতাও নিজেরই থাকবে। থাকতেই হবে। এতে চারপাশের দৃষ্টি কতটা তীর্যক হবে, কীভাবে ক্লেদময় করা হবে স্বপ্ন -- এসব না ভেবে নীলকন্ঠী হয়ে বিষ শুষে নেওয়ার সাহস রাখাটাই জীবনের যথার্থতা বলে আমার মনে হয়... চিন্ময় বিশ্বাস
Visa mer