Om রক্তিমের নিরুক্তি
পৃথিবীতে এরকম কত কত অচেনা মানুষ আছেন,যাদের সাথে ক্ষনিকের আলাপ হয়।তবে কিছু কিছু সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়া উচিত। আমাদের কাজই হলো পরিচিতি বানিয়ে যাওয়া,রক্তিম তো আদেও জানেনা যে ওনার সাথে ওর আর দেখা হবে কিনা। কিন্তু দুজনেই দুজনকে মনে রাখবে,এটা বলা যায়। সাধারণের মাঝে অসাধারণ এই আলাপ গুলো মনে দাগ কেটে যায় বইকি। ঠান্ডা বাতাসের মাঝে নিজেকে বিলিয়ে দিতে দিতে এগিয়ে চলে রক্তিম।চোখ বন্ধ হয়ে আসে শান্তিতে। সেই দিন প্রবীরের শরীরটা ধরে অনেক কেঁদেছিল ও,খুব রেগে ছিল ওর ওপর।সব মানুষ বেঁচে শান্তি পায় না,অনেকে মরে শান্তি পেতে চায়। অনেকের ভাবনায় মৃত্যু খুব কষ্টকর,ভয়ঙ্কর। আবার অনেকে মৃত্যু খোঁজে,হয়তো তাদের কাছে ওটাই শান্তির একমাত্র উপায়। কেউ নিজের পুরোনো শরীর টানতে পারে না আর,সময় হয়ে আসে খোলস পাল্টানোর। আমার অনেকে ক্লান্ত মন টানতে পারে না,তারা খোঁজে নতুন ভাবে সব। সব ভুলতে। প্রবীরের মুখে সেই হাসিটা ছিল।তবে
Visa mer