Om ভাঙাপথের রাঙাধুলো
"দিশা দেখানো নীলকন্ঠ পাখির খোঁজের গল্প" মাটি আর জীবন যেন সমার্থক।সৃষ্টির আনন্দে শব্দ আর অনুভবে চিত্রিত করা জীবনের মায়াজাল। সেও এক নীলকন্ঠ পাখির খোঁজ। রাফিয়া সুলতানার গল্পগুলির ইতিভাগে এসে মনে হয়,নিজস্ব স্টাইলে নীলকন্ঠ পাখি খুঁজে,আমাদের সামনে তুলে ধরেছেন তিনি। তাঁর ' সমুচিত জবাব ' গল্পটি শেষ হয়েছে উত্তরণের বার্তা দিয়ে। এখানেই গল্পকারের সার্থকতা। আবার 'ভাগ্যের জোর' গল্পে একের পর এক ধাপ পেরিয়ে দেখিয়েছেন কর্মই ভাগ্যের সিঁড়ি,নিষ্ঠাই সাফল্যের সোপান। সম্পর্কের পবিত্রতা বুঝতে পড়ে নিন 'অচেনা'গল্পটি।কথা ও আবহের বেহালায় মায়াময় চরিত্রের ছড়ে যে সুর বাজে তা শেষে গান হয়ে বেজে ওঠে হৃদয়ে। প্রেমের নষ্টালজিক ছবি আঁকা দেখতে পড়তে হবে 'বিলম্বিত বসন্ত '। সম্প্রীতি-সৌরভের সুখপাঠ পাবেন 'হারিয়ে পাওয়া'তে।ভিন্নতর কথনে নারীর মর্যাদা ' প্রতিশোধ 'গল্পে। পঞ্চাশটি গল্পই প্রতিটিই স্বকীয় ও স্বতন্ত্র। তুষার আহাসান
Visa mer